
“ইত্তেফাকুল মাদারিস আল আরাবিয়া আল কাওমিয়া নওগাঁ, বাংলাদেশ” বোর্ডের অধীনে যেসকল জামাত পরীক্ষার আওতাভুক্ত, তা মাদরাসার বিভাগ অনুযায়ী গুছিয়ে দেওয়া হলো:
প্রধান কার্যালয়: আল জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা, নওগাঁ
বিভাগভিত্তিক জামাতসমূহ:
১। নূরানী বিভাগ (শিশুদের প্রাথমিক স্তর):
(ক) শিশু শ্রেণী
(খ) ১ম শ্রেণী
(গ) ২য় শ্রেণী
২। হিফজ বিভাগ (কুরআন হিফজের স্তর):
(ক) ০১-১০ পারা
(খ) ০১-২০ পারা
(গ) ০১-৩০ পারা (নতুন খতমী গ্রুপ)
(ঘ) ০১-৩০ পারা (দাওরার গ্রুপ)
৩। কিতাব বিভাগ (দ্বীনী শিক্ষার জামাত):
(ক) জামাত: দাহম
(খ) জামাত: নাহাম
(গ) জামাত: হাশতম
এই সব জামাতে শিক্ষার্থীদের বার্ষিক বা বোর্ড পরীক্ষার আয়োজন করে “ইত্তেফাকুল মাদারিস আল আরাবিয়া আল কাওমিয়া নওগাঁ” বোর্ড।